হাসান আল মাহমুদ >>
চাঁদপুরের কচুয়া উপজেলায় শহীদ সামিউ আমান নুরের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারত করেছেন ন্যাশনাল কনজারভেটিভ পার্টি (এনসিপি) এর যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া।
মঙ্গলবার (তারিখ উল্লেখ করতে পারেন) কচুয়ার নূরপুর গ্রামে এই সফরকালে শহীদের পরিবারের খোঁজখবর নেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এছাড়া শহীদ সামিউ আমান নুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর কবর জিয়ারত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংগঠক ডা. আরিফুল ইসলাম, আহমেদ সজীব, মাহবুব আলম, ফরহাদ আহমেদ আলী, আহসান হাবীব, আব্দুল্লাহ আলামিন, খলিলুর রহমান, সাজ্জাদ, সাইফুল ইসলাম ও আরিফ হোসেনসহ এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ।
এনসিপি নেতৃবৃন্দ বলেন, শহীদ সামিউ আমান নুর দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তার অবদান কখনো ভুলে যাওয়ার নয়। তাঁর পরিবারকে সবসময় সম্মান ও সহযোগিতার সঙ্গে পাশে রাখা হবে।
হাআমা/