গভর্নরের মেয়ে সোনার ডিম পাড়েন

by Nur Alam Khan

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের মেয়ে মেহরিন সারা মনসুর সোনার ডিম পাড়েন বলে মন্তব্য করেছেন আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান।

তিনি বলেছেন, ‘আয় করেন গভর্নর, আর খান গভর্নরের মেয়ে। এই রকমই তো হওয়ার কথা, তাই না? কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন, তার মেয়ে সোনার ডিম পাড়েন। এখন সেই সোনার ডিম দিয়ে বিদেশে বড় একটা রাজকীয় বাড়ি কিনে ফেলছেন। এটা নিয়ে তুমুল হট্টগোল হয়ে গেছে।’

বিজ্ঞাপন
banner

জনগণের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘এই গভর্নর আসলে কোন গভর্নর, জানেন? যিনি দায়িত্ব নেওয়ার পরপরই বললেন, আমাদের ১০টা ব্যাংক দুর্বল। সঙ্গে সঙ্গে সবাই হুড়মুড়িয়ে টাকা তুলে নিতে শুরু করল। এখন হাজার হাজার কোটি টাকা প্রিন্ট করে ওই ব্যাংকগুলোকে দিচ্ছেন।

ব্যাংকের টাকা ঋণ খেলাপি হয়ে লুটপাট করলো কিছু মাফিয়া। আর ওই গভর্নর টাকা প্রিন্ট করে ওই ব্যাংকগুলো দিচ্ছে।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘গভর্নরের মেয়ে এই যে সোনার ডিম পাড়ছেন। এখন তাদেরকে ব্যাখ্যা দিতে বলছি গভর্নরের মেয়ে কিভাবে সোনার ডিম পাড়লো এটা বাংলাদেশের সকল নাগরিককে শিখিয়ে দিক। তাদেরও জীবনমান একটু উন্নত হোক।’

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222