দেশে যেসব নৃশংস ঘটনা ঘটছে তা শাকিব খানের বরবাদ ও তাণ্ডবের মতো সিনেমা দেখেই হচ্ছে। এই জেনারেশন যা শিখছে তা এসব সিনেমা দেখেই শিখছে- এভাবেই তীব্র সমালোচনা ও অভিযোগ করেছেন একজন দর্শক।
একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপকালে একজন মধ্যবয়সী নারী দর্শক এমন অভিযোগ তোলেন।
শুধু তিনিই নন, আরো অনেক অভিভাবক ও সচেতন নাগরিক সামাজিক যোগাযোগমাধ্যমে এমন আপত্তি তুলেছেন।
তিনি বলেন, শাকিব খান বরবাদ সিনেমায় এমন কোনও নেশা নেই যে করে নাই।
শেষে গিয়ে দেখা যায় নায়িকাকে না পেয়ে তাকে মেরে ফেলেছে। তাণ্ডবেও তাই। এই জেনারেশন এসব সিনেমা দেখেই নৃশংসতা শিখছে। কেউ গার্লফ্রেন্ড বা প্রেমিকাকে পাচ্ছে না তাই তারা খুন করছে।
তাণ্ডব সিনেমাতে একদম সেইম। রায়হান রাফি, আমি আপনার পরাণ সিনেমা দেখেছি, ওটা ভালো লেগেছে। আপনার এই তাণ্ডব মুভিতে এসব তো তুলে না ধরলেই পারতেন, ভালো কিছু তুলে ধরলে পারতেন। আমি রায়হান রাফি ও শাকিব খানকে অনুরোধ করবো আপনারা ভালো কিছু করেন।
এইসব সিনেমার বিষয় বিশ্লেষণ করে ওই অভিভাবক ও সিনেমা দর্শক বলেন, একজন অভিভাবক যখন সিনেমা দেখতে আসেন, তখন কিন্তু বাচ্চা বাসায় রেখে আসেন না। বাচ্চাকে সঙ্গে নিয়েই আসতে হয়। আমার মনে হয়, নতুন যে জেনারেশনটা আসছে, ওরা খারাপ হয়ে যাবে। আমরা কিন্তু একটা পিস্তল সম্পর্কে জানি না, কিন্তু এখন বাচ্চারা মুভি দেখে সব জেনে ফেলছে।
কারণ কোনটা কোন দেশের, কোন মডেলের, কোন দেশ থেকে আনা হয় সব তুলে ধরা হচ্ছে। এটা কি আমাদের জন্য ভালো হচ্ছে।
শাকিবকে অনুরোধ করে তিনি বলেন, আমার সন্তান বলছে, মামনি শাকিব খানের আমার এই জিনিসটা ভাল লাগছে। সে ইশারা করে শাকিব খানের নেশা গ্রহণের পদ্ধতিটা দেখায়ে দেয়। সে বলে এই লুকটা, একটা নাক চেপে ধরে দেখায়। আমি শাকিবকে একটাই অনুরোধ করবো, যেহেতু উনার দুইটি বাচ্চা আছে। একটা অপুর, একটা বুবলীর। উনার বাচ্চারা কিন্তু উনাকে দেখেই শিখবে। আমার বাচ্চা আপনার বাচ্চা যেহেতু শিখেছে, উনার বাচ্চাও ফলো করবে। আমি বলবো এভাবে ড্রাগস নয়, ভালো কিছু আনুন।
এআইএল/