বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ ভারতের দারুল উলূম নদওয়াতুল উলামা লাখনৌর ভাষা সাহিত্য ও সাংবাদিকতা বিভাগের ডিন এবং নদওয়াতুল উলামা থেকে প্রকাশিত ইংরেজি ম্যাগাজিন The Fragrance of East এর সম্পাদক, প্রখ্যাত লেখক ও সাংবাদিক ড. উবায়দুর রহমান নদভীর বাংলাদেশে আগমন উপলক্ষ্যে আগামী ১৫ জুন ‘মিডিয়া ও গণমাধ্যমে আলেমদের সরব উপস্থিতির প্রয়োজনীয়তা এবং পথ ও পদ্ধতি’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আলোচনা সভাটি আয়োজন করেছে মুফাক্কিরে ইসলাম সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. প্রতিষ্ঠিত দাওয়াতি সংগঠন- পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ।
এ সভায় ড. উবায়দুর রহমান নদভী মূল আলোচনা পেশ করবেন।
১৫ জুন রবিবার সকাল ১০টায় উত্তরা উত্তর দিয়াবাড়ী মানারুশ শারক্ব মাদরাসায় এ সভা অনুষ্ঠিত হবে।
মাওলানা শরাফাতুল্লাহ নদভীর সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন মাওলানা আব্দুর রাযযাক নদভী এবং স্বাগত বক্তব্য পেশ করবেন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমির ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী।
পয়ামে ইনসানিয়াতের পক্ষ থেকে সংগঠনটির আমীর ড. ফারুকী তরুণ লেখক, গবেষক, চিন্তক, সাংবাদিক, মিডিয়াকর্মী, দাঈ ও ইসলামিক স্কলারদের উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন।
এআইএল/