উত্তরায় র‍্যাবের পোশাক পরে ১ কোটি ৮ লাখ টাকা ছিনতাই

by Nur Alam Khan

রাজধানীর উত্তরায় র‍্যাবের পোশাক পরে এক কোটি ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম বলেন, ‘এক কোটি আট লাখ টাকা ছিনতাই হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। তারা নগদের ডিস্ট্রিবিউটর। যিনি প্রতিষ্ঠানটির মালিক তার বাসা থেকে কর্মীরা টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে তাদের অফিসে যাচ্ছিলেন। পথের মধ্যে র‍্যাবের পোশাক পরে মাইক্রোবাসে করে এসে টাকাটা ছিনিয়ে নিয়ে যায়।’

এদিকে ঘটনাস্থলের সিসিটিভির ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ব্যাগ নিয়ে যাওয়ার পথে কালো একটি মাইক্রোবাস উল্টোপাশ থেকে এসে তাদের গতিরোধ করে। এসময় মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি ব্যাগটি নিয়ে দৌড় দেয়। এরপর র‌্যাবের জ্যাকেট (কোটি) পরা লোকেরা দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে। এ সময় ছিনতাইকারীদের হাতে ছোট আগ্নেয়াস্ত্র দেখা যায়।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222