চিকিৎসা জালিয়াতির অপরাধে দশ বছরের কারাদণ্ড ভারতীয় মার্কিন নারীর

by Nur Alam Khan

চিকিৎসায় জালিয়াতিতে আমেরিকায় দোষী সাব্যস্ত বাঙালি চিকিৎসক।  ভারতীয়-আমেরিকান চিকিৎসক বছর বায়ান্নর ডা. মনা ঘোষকে (প্রসূতি-স্ত্রীরোগ বিশেষজ্ঞ) গত বছর ২.৪ মিলিয়ন ডলারের চিকিৎসা জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত  করা হয়।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি এমন পরিষেবার জন্য ‘রিইম্বার্সমেন্ট ক্লেম’ করেন, যা হয় সরবরাহ করা হয়নি অথবা চিকিৎসাগতভাবে প্রয়োজনীয় ছিল না। আদালতে আইনজীবীরা অভিযোগ করেন, এই ধরনের জালিয়াতি রোগীদের স্বাস্থ্য এবং প্রজনন ক্ষমতাকে বিপন্ন করেছে। এবার সেই অপরাধেই হাজতে যেতে হল মনাকে।

বিজ্ঞাপন
banner

এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন এবং বায়োপসি, আলট্রা সাউন্ড, টিকা, রক্ত পরীক্ষা এবং যৌনবাহিত রোগের পরীক্ষার ভুয়া বিল বানাতেন তিনি। সব মিলিয়ে তার জালিয়াতির জাল বহুদূর পর্যন্ত বিস্তৃত ছিল। গত বছরের ২৭ জুন দোষী সাব্যস্ত হয়েছিলেন মনা। এবার তাকে সাজা শোনানো হল। দশ বছরের কারাবাসের পাশাপাশি ১৫ লক্ষ ডলার দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে মনাকে।

২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ‘মেডিকেইড’ ও ‘ট্রাইকেয়ার’-এর মতো সংস্থার কাছে বহু ক্লেম জমা দিয়েছিলেন। পাশাপাশি বেসরকারি বিমা সংস্থাগুলোর কাছেও তিনি ক্লেম করেন। নিজের সংস্থার কর্মীদেরও তিনি একই নির্দেশ দিয়েছিলেন। ‘প্রোগ্রেসিভ উওমেনস হেলথকেয়ার’ নামের একটি প্রসূতি ও স্ত্রীরোগ কেন্দ্র চালাতেন মনা। তিনি প্রতারণামূলক দাবিগুলোকে ন্যায্যতা দেয়ার জন্য ভুয়া রোগীর রেকর্ডও তৈরি করেছেন বলে অভিযোগ রয়েছে।

মার্কিন অ্যাটর্নি বুট্রোস বলেছেন, যখন চিকিৎসকরা ফেডারেল স্বাস্থ্যসেবা কর্মসূচিতে প্রতারণামূলক দাবি জমা দেন, তখন তারা করদাতাদের অর্থায়নে পরিচালিত সম্পদ থেকে তাদেরকেই বঞ্চিত করেন যাদের সত্যিকার অর্থে স্বাস্থ্যসেবা প্রয়োজন।

ঘোষের জালিয়াতির পরিকল্পনাটি বিশেষভাবে ভয়াবহ ছিল। কারণ, তিনি অপ্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি সম্পাদন করে তার রোগীদের স্বাস্থ্যকে বিপন্ন করেছিলেন, যার মধ্যে এমন পদ্ধতিও ছিল যা ভবিষ্যতে কিছু রোগীর সন্তান ধারণের ক্ষমতাকে মারাত্মকভাবে সীমিত করে দিয়েছিল।

এফবিআই বলেছে, ডা. ঘোষ বছরের পর বছর ধরে রোগীদের মানসিক আঘাত দিয়েছেন, বীমা প্রদানকারীদের কাছে মিথ্যা বলেছেন এবং তার লোভ মেটাতে করদাতাদের অর্থ চুরি করেছেন। রোগীদের সাথে তিনি চরম বিশ্বাসঘাতকতা করেছেন যারা একজন ডাক্তারের কাছ থেকে যত্ন এবং সততা চেয়েছিলেন।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222