‘২৮ জুন জনতার মহাসমুদ্রে রূপ নেবে সোহরাওয়ার্দী উদ্যান’

by Nur Alam Khan

আগামী ২৮ জুন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পীর সাহেব চরমোনাই মহাসমাবেশ জনতার মহাসমুদ্রে রূপ নেবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া।

তিনি বলেন, জুলাই ঘোষণাসহ প্রয়োজনীয় সংস্কার শেষ করেই  নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

বিজ্ঞাপন
banner

শনিবার (১৪ জুন) গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা দায়িত্বশীল তারবিয়াত ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

মাওলানা জাকারিয়া বলেন, স্বাধীনতার ৫৪ বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে তাদের জনগণের শতভাগ জনমত প্রতিফলিত হয়নি। বরং কালো টাকা ও পেশি শক্তি ও অবৈধ অস্ত্রের প্রভাবে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই ২৪ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে পদ্ধতি পরিবর্তন করা সময়ের দাবি। পিআর সিস্টেম বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব। যাতে জনগণের মতামতের শতভাগ প্রতিফলন হবে। তাই বিশ্বের প্রায় ৯১টি রাষ্ট্রে এ পদ্ধতি অনুসরণ করা হয়।

উপজেলা সভাপতি মাওলানা কাজীম উদ্দিন এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মো. সাইফুল ইসলাম এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার সিনিয়র সহ সভাপতি আল আমিন, হাজী আজহারউদ্দিন, আব্দুল মতিন ইঞ্জিনিয়ার এহতেশামুল হক পাঠান প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া আরও বলেন, ‘জীবনের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে বিগত ১৬ বছরে পাচার হওয়া অর্থ দেশে ফেরত এনে অভ্যুত্থানে শহীদের পরিবার ও আহত-পঙ্গুদের পুনর্বাসন এবং সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং জুলাই ঘোষণা সহ প্রয়োজনীয় সংস্কার শেষ করেই  নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’

বিশেষ অতিথি মুহম্মদ আল আমিন বলেন, দায়িত্বশীলদেরকে গাজীপুর কাপাসিয়ার প্রতিটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত ও সৌন্দর্য পৌঁছে দিতে হবে। আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান। ইসলামী আন্দোলন ২৮ তারিখ মহাসমাবেশ সফল করার জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222