ডিভোর্স হলেই মেয়েরা অর্ধেক টাকা নিয়ে যায়: সালমান খান

by Nur Alam Khan

‘আজকাল বিচ্ছেদ খুব সহজ হয়ে পড়েছে। অল্প ভুল বোঝাবুঝি থেকেই ডিভোর্স পর্যন্ত গড়াচ্ছে সম্পর্ক। যার কারণে ভুগতে হচ্ছে পুরুষদেরই। ডিভোর্স হলেই পুরুষের অর্ধেক টাকা নিয়ে যায় মেয়েরা।’ – কথাগুলো বলেছেন ভারতের সবচেয়ে প্রতীক্ষিত ব্যাচেলর মেগাস্টার সালমান খান। কপিল শর্মা শো-এর আসন্ন পর্বে এ কথাগুলো বলতে দেখা যাবে ভাইজানকে।

ভাইজানের মুখে বলা এ বক্তব্যের ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। যেখানে সালমান খানকে এসব কথা বলতে শোনা যায়।

বিজ্ঞাপন
banner

বলিউডের সুপারস্টার সম্প্রতি অংশ নিয়েছিলেন ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে। আগামী ২১ জুন কপিল শর্মার শোয়ের নতুন শোয়ের প্রথম পর্বেই দেখা যাবে ভাইজানকে। কিন্তু তার আগেই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে তার এই মন্তব্যের ক্লিপ। যা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

ভাইরাল হওয়া ক্লিপে সালমান খানকে বলতে শোনা গেছে, ‘আগে লোকে একে অপরের জন্য ত্যাগ স্বীকার করত। একটা মানিয়ে চলার ব্যাপার কাজ করত। এখন রাতে গায়ের উপরে পা তোলা কিংবা নাক ডাকার কারণেও ডিভোর্স হয়ে যায়। ছোটখাটো ভুল থেকেই ডিভোর্স হয়ে যায়। আর ডিভোর্স হলে তো হয়েই গেল, অর্ধেক টাকা মেয়েরা নিয়ে চলে যাবে।’

সালমান খানের এই বক্তব্যে কপিল শর্মা, অর্চনা পূরণ সিং ও নভজ্যোৎ সিং সিধুকে হাসতে দেখা যায়। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ক্লিপ নিয়ে নেটিজেনরা নানা মত প্রকাশ করেছেন। অনেকেই যেমন সালমানের দাবি মেনে নিয়েছেন, অনেকেই আবার বিরোধিতাও করেছেন।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222