সন্ত্রাসীদের গুলিতে আহত খুলনা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

by Nur Alam Khan

মো: নিজাম উদ্দিন স্বাধীন >>

সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন খুলনা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক এস এম সাজিদ হাসান।

বিজ্ঞাপন
banner

রোববার (১৫ জুন) রাত ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে হোটেল আলী কদরের সামনে এই ঘটনা ঘটে।

এস এম সাজিদ হাসানের পেটে ও পায়ে গুলি লাগে। প্রথমে তাকে ময়লাপোতা মোড়ের একটি বেসরকারি হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহত এস এম সাজিদ হাসান নগরীর বাগমারা এলাকার মৃত এস এস জাহিদ আলীর সন্তান। তিনি গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

খুলনার সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজিদ ও তার বন্ধু হাসান রিকশায় শিববাড়ী মোড়ের থেকে বাগমারা নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় ময়লাপোতা মোড়ে আসলে পেছন থেকে সন্ত্রাসীরা মোটরসাইকেল নিয়ে তাকে ধাওয়া করে।

ওসি জানান, এ সময় সাজিদ দৌঁড়ে নিজেকে রক্ষা করতে গেলে সন্ত্রাসীরা তাকে উদ্দেশ্য করে গুলি করে। এতে তার পেটে ও পায়ে গুলি লাগে। আহত সাজিদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান চিকিৎসকরা। সন্ত্রাসীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222