খেলাফতের পক্ষে গণজাগরণ চলছে: ভিডিও বার্তায় আল্লামা মামুনুল হক

by hsnalmahmud@gmail.com

বাংলাদেশ খেলাফত যুব মজলিস আয়োজিত তিনদিনব্যাপী “সংগঠক তরবিয়তী মজলিস”-এ পবিত্র মদিনা মুনাওয়ারা থেকে পাঠানো এক ভিডিও বার্তায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, “দেশ-বিদেশে এখন খেলাফতের পক্ষে একটি সুস্পষ্ট গণজাগরণ সৃষ্টি হয়েছে। মানুষ আজ বুঝতে পারছে—ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবনবিধান এবং খেলাফতই মানবতার মুক্তির পথ।”

তিনি বলেন, খেলাফতের প্রতি এই জনমানসের ঝোঁক সময়ের দাবি এবং দীর্ঘদিনের শোষণ-নিপীড়নের বাস্তব অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া ঐতিহাসিক চেতনার ফলাফল। “গণতন্ত্রের নামে দুর্নীতি, শোষণ আর মূল্যবোধহীনতার যে চিত্র মানুষ দেখছে, তাতে তারা খেলাফতের আদর্শের দিকেই ফিরে আসছে। কারণ খেলাফত মানে ইনসাফ, আল্লাহভীতি এবং জবাবদিহিমূলক নেতৃত্ব।”

banner

আলোচনা রাখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী

আল্লামা মামুনুল হক আরও বলেন, “খেলাফত কোনো একক দলের শাসন নয়; এটি এমন ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ ন্যায়বিচার ও নিরাপত্তা পায়। উন্নয়ন নয়, মানবতা আজ চায় আল্লাহভীতিসম্পন্ন ন্যায়ভিত্তিক শাসন।”

১৩ থেকে ১৫ জুন ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত এই তরবিয়তী কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নির্বাচিত সংগঠকরা অংশ নেন। দাওয়াত, রাষ্ট্রচিন্তা, খেলাফত ও সাংগঠনিক দক্ষতা উন্নয়নবিষয়ক বিভিন্ন সেশনে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা প্রদান করা হয়। অনেকেই লিখিত পরীক্ষার মাধ্যমে “সংগঠক” থেকে “নকীব” মানে উত্তীর্ণ হন।

বক্তব্য রাখছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী

কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আল আবিদ শাকিরের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান। দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবদুল্লাহ আশরাফ।

বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মাওলানা ইমদাদুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশনের দাওয়াহ কো-অর্ডিনেটর মাওলানা খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ, মহানগর উত্তরের সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহসহ আরও অনেকে।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222