বাংলাদেশ খেলাফত যুব মজলিস আয়োজিত তিনদিনব্যাপী “সংগঠক তরবিয়তী মজলিস”-এ পবিত্র মদিনা মুনাওয়ারা থেকে পাঠানো এক ভিডিও বার্তায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, “দেশ-বিদেশে এখন খেলাফতের পক্ষে একটি সুস্পষ্ট গণজাগরণ সৃষ্টি হয়েছে। মানুষ আজ বুঝতে পারছে—ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবনবিধান এবং খেলাফতই মানবতার মুক্তির পথ।”
তিনি বলেন, খেলাফতের প্রতি এই জনমানসের ঝোঁক সময়ের দাবি এবং দীর্ঘদিনের শোষণ-নিপীড়নের বাস্তব অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া ঐতিহাসিক চেতনার ফলাফল। “গণতন্ত্রের নামে দুর্নীতি, শোষণ আর মূল্যবোধহীনতার যে চিত্র মানুষ দেখছে, তাতে তারা খেলাফতের আদর্শের দিকেই ফিরে আসছে। কারণ খেলাফত মানে ইনসাফ, আল্লাহভীতি এবং জবাবদিহিমূলক নেতৃত্ব।”