মধ্যপ্রাচ্যে উত্তেজনার কেন্দ্রে থাকা ইরানে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে মিসরসহ ২১টি মুসলিম দেশ। এক যৌথ খোলা চিঠিতে এসব দেশ শুধু নিন্দাই জানায়নি, বরং সংঘাত নিরসনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছে।
চিঠিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, ইরান-ইসরায়েল সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে যুদ্ধ থামানোর পাশাপাশি একটি পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।
চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো: মিসর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, চাদ, কোমোরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত।
তারা জাতিসংঘের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি, নন-প্রোলিফারেশন অব নিউক্লিয়ার উইপনস (NPT)-এ অঞ্চলভুক্ত সব রাষ্ট্রকে স্বাক্ষর করার আহ্বানও জানিয়েছে।
উল্লেখ্য, ১৩ জুন ভোররাতে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের কয়েকটি স্থাপনায় হামলা চালায়। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইরান-ইসরায়েল সংঘাত শুরু হয়, যা এখনো চলমান। সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৩০০ জন নিহত এবং আরও ১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
চার দিন পেরিয়ে গেলেও সংঘাত থামেনি। তবে প্রথমবারের মতো এতগুলো মুসলিম দেশ একসঙ্গে সংঘাত নিরসনে কণ্ঠ মিলিয়ে দিয়েছে যুদ্ধবিরতির আহ্বান।
হাআমা/