কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য না পাওয়ায় উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় চামড়া শিল্প রক্ষা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুন, সোমবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মুফতি আফজাল হুসাইন।
বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব মুফতি আবদুল গাফফার, মুফতি উমর ফারুক মাসরুর, এস.কে.এম. সুজের স্বত্বাধিকারী মুফতি সাইফুল ইসলাম, মো. রিয়াদ মণ্ডলসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
সভায় কোরবানির সময় চামড়ার সঠিক মূল্য না পাওয়ার পেছনের কারণগুলো বিশ্লেষণ করা হয়। আলোচনায় বক্তারা বলেন, সরকারের সদিচ্ছা থাকলেও নানাবিধ বাস্তব কারণ ও দুর্বল ব্যবস্থাপনার ফলে কোরবানি দাতারা চামড়ার ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এ থেকে উত্তরণের উপায় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
পর্যালোচনা শেষে নিম্নোক্ত ৫টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়:
১. চামড়া ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা।
২. বিভিন্ন চামড়া কারখানা পরিদর্শন করা।
৩. আগামী ৫ জুলাই ঢাকায় চামড়া শিল্প সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন।
৪. গত ঈদুল আজহার সময় চামড়া সংগ্রহ ও বিক্রির সুবিধা-অসুবিধা বিষয়ে তথ্য-ভিত্তিক প্রতিবেদন তৈরি করা।
৫. চামড়া শিল্প রক্ষায় স্বতন্ত্র ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের পরিকল্পনা।
বৈঠকে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন, চামড়া শিল্পকে টিকিয়ে রাখতে সম্মিলিত উদ্যোগ এবং সময়োপযোগী সিদ্ধান্তই হতে পারে একমাত্র পথ।
হাআমা/