ইরানে ইসরায়েলি হামলার পরিণতি ভয়াবহ হবে: কাতার

by hsnalmahmud@gmail.com

চলমান ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে কাতার সতর্ক করে দিয়েছে, ইরানের ওপর ইসরায়েলি হামলার পরিণতি হতে পারে ভয়াবহ। দোহার এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি।

তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান এবং একে ‘অবিবেচক ও বিপজ্জনক পদক্ষেপ’ বলে উল্লেখ করেন। একইসঙ্গে তিনি সংঘাত থেকে সরে এসে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।

বিজ্ঞাপন
banner

আনসারি বলেন, “এই হামলার সময়টাও গুরুত্বপূর্ণ। কারণ ঠিক তখনই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনা গতি পাচ্ছিল এবং আঞ্চলিক অনেক দেশ তাতে সম্পৃক্ত ছিল। এর মাঝেই এমন হামলা সংঘটিত হওয়া উদ্বেগজনক।”

তিনি আরও জানান, কাতার এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতার কাজ চালিয়ে যাচ্ছে এবং দোহা বিশ্বাস করে, একটি চুক্তির প্রতি ওয়াশিংটনের আগ্রহ রয়েছে। একইসঙ্গে তিনি ইরান-ইসরায়েল দ্বন্দ্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য কাতারের সক্রিয় ভূমিকার কথাও পুনর্ব্যক্ত করেন। সূত্র: আল-জাজিরা

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222