ঢাকায় খানকাহ আশরাফিয়া আখতারিয়ার মাসিক ইসলাহী ইজতেমা শুক্রবার

by hsnalmahmud@gmail.com

রাজধানীর কামরাঙ্গীরচরের জামি‘আতুস সুন্নাহ ঢাকা প্রাঙ্গণে আগামী ২০ জুন, শুক্রবার অনুষ্ঠিত হবে খানকাহ আশরাফিয়া আখতারিয়ার মাসিক ইসলাহী ইজতেমা। প্রতি ইংরেজি মাসের তৃতীয় শুক্রবার এই ধারাবাহিক ইজতেমাটি অনুষ্ঠিত হয়ে থাকে।

আয়োজকরা জানান, আত্মশুদ্ধিমূলক এ আয়োজনের মাধ্যমে মানুষের জীবনে সঠিক পথের দিশা, মানসিক প্রশান্তি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ প্রশস্ত হয়। ইসলাহ মানুষের অন্তরকে আলোকিত করে এবং পার্থিব ও পারলৌকিক সফলতার ভিত্তি গড়ে দেয়।

বিজ্ঞাপন
banner

উল্লেখ্য, খানকাহ আশরাফিয়া আখতারিয়া কামরাঙ্গীরচর ঢাকার এই কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে চার তরীক্বার অগ্রগণ্য বুযুর্গ, খতীবুল ইসলাম, আরেফবিল্লাহ শায়খুল হাদীস আল্লামা মুফতী জাফর আহমাদ পীরসাহেব ঢালকানগর -এর ইজাযত ও নির্দেশক্রমে।

ইজতেমাটি তত্ত্বাবধান করছেন পীরসাহেব ঢালকানগরের সুযোগ্য খলিফা, জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের মহাসচিব এবং জামি‘আতুস সুন্নাহ ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতী আ ফ ম আকরাম হুসাইন সাহেব।

ইজতেমার স্থান:
জামি‘আতুস সুন্নাহ ঢাকা
(কুড়ারঘাট নতুন বিদ্যুৎ অফিসের পশ্চিমে), বড়গ্রাম, কামরাঙ্গীরচর, ঢাকা।

এতে থাকবে:

  • কুরআন-হাদিসভিত্তিক গুরুত্বপূর্ণ ইসলাহী বয়ান ও নসীহত
  • জীবনঘনিষ্ঠ দিকনির্দেশনামূলক আলোচনা
  • রূহানী জিকির
  • এবং শেষ পর্বে বিশেষ মুনাজাত

আয়োজকরা বলেন, এই ইজতেমা বর্তমানে অগণিত মানুষের আধ্যাত্মিক চাহিদা পূরণের মিলনমেলায় পরিণত হয়েছে। মানসিক অস্থিরতা, হতাশা ও দুনিয়াবি ব্যস্ততা থেকে মুক্তি পেতে আল্লাহমুখী জীবনের পথে অগ্রসর হতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ইজতেমায় অংশগ্রহণের জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222