খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও গোপালগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন শায়খুল হাদীস মাওলানা আফতাব উদ্দিন আজ সকাল সাড়ে ৬টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়ে, আত্মীয়স্বজন ও ইসলামী আন্দোলনের অসংখ্য শুভানুধ্যায়ী রেখে যান। আজ বাদ জোহর গোপালগঞ্জ সদর হাসপাতালের পার্শ্বে মারকাজ মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় শরিক হবেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।
শায়খুল হাদীস মাওলানা আফতাব উদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড: আহমদ আবদুল কাদের। প্রদত্ত শোকবাণীতে নেতৃদ্বয় বলেন, মাওলানা আফতাব উদ্দিন আমৃত্যু ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শরিক ছিলেন। কর্মজীবনেও তিনি ইসলামী শিক্ষা ও দাওয়াত নিয়ে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে আমরা একজন বিনয়ী, মৃদুভাষী ও চিন্তাশীল ব্যক্তিত্বকে হারালাম। আল্লাহ তাঁকে মাগফিরাত দান করুন এবং জান্নাতুল ফিরদাউসে অধিষ্ঠিত করুন। আমরা তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও গোপালগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন শায়খুল হাদীস মাওলানা আফতাব উদ্দিনের ইন্তেকালে আরো শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস ফরিদপুর জোন পরিচালক মাওলানা নাসিরুদ্দিন, সহ জোন পরিচালক মাস্টার জুলহাস আহমদ, গোপালগঞ্জ জেলা সভাপতি শায়খুল হাদীস মাওলানা আলী আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহমান জিয়া।
হাআমা/