দাওয়াতি সফরে বাংলাদেশে আসছেন পাকিস্তানের আলোচিত দাঈ মুফতি তারেক মাসউদ

by Nur Alam Khan

বাংলাদেশে সফরে আসছেন পাকিস্তানের প্রখ্যাত আলেম ও দাঈ ইসলামি স্কলার মুফতি তারেক মাসউদ। আগামী ২৩ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ৯ দিন তিনি বাংলাদেশে অবস্থান করবেন। এ সফরে তিনি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে একাধিক ইসলামী ও দাওয়াতি কনফারেন্সে অংশগ্রহণ করবেন।

সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসাইন মাহমুদ।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, “মুফতি তারেক মাসউদ মারকাযুল ফুরকান আয়োজিত আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন এবং দেশের বিভিন্ন স্থানে ৯ দিনব্যাপী ইলমি সফর করবেন। সফরের অন্যান্য প্রোগ্রাম শিগগিরই ঘোষণা করা হবে।”

মুফতি তারেক মাসউদের বাংলাদেশ সফরের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন দেশের খ্যাতনামা বক্তা ও মারকাযুত তারবিয়া বাংলাদেশের পরিচালক মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী এবং মাওলানা হিশামুর রহমান ত্বালহা।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222