‘ইসরাইল সন্ত্রাস ছড়াচ্ছে’, জাতিসঙ্ঘে মার্কিন রাষ্ট্রদূত

by Nur Alam Khan

মধ্যপ্রাচ্যে ইসরাইল সন্ত্রাস ছড়াচ্ছে বলে মন্তব্য করেছে জাতিসঙ্ঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শিয়া।

শনিবার (২১ জুন) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদনে বলা হয়েছে, ডরোথি শিয়া জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে এক বিবৃতিতে ভুল করে বলেছিলেন যে, ইসরাইল মধ্যপ্রাচ্যে ‘বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ’ ছড়িয়েছে।

এ সময় তিনি ইসরাইলের সাথে সঙ্ঘাতের জন্য ইরানকে দায়ী করেন। তিনি বলেন, তেহরানের উচিত ছিল তার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের জন্য একটি চুক্তিতে সম্মত হওয়া।

এই কাণ্ডটি এমন এক সময় ঘটেছে, যখন যুক্তরাষ্ট্র জাতিসঙ্ঘে ইসরাইলের পক্ষে সমর্থন জানাচ্ছে এবং ইরানের বিরুদ্ধে কঠোর নিচ্ছে। অবশ্য মার্কিন রাষ্ট্রদূত মুহূর্তের মধ্যেই নিজের বক্তব্য সংশোধন করে নেন।

সূত্র : আল জাজিরা

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222