আওয়ামী মন্ত্রীর মেয়েসহ ৮৮ জনের বিরুদ্ধে মামলা

by Nur Alam Khan

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জননিরাপত্তা বিঘ্নের অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আবদুস সালামের মেয়ে ওয়াহিদা হোসেন রূপাসহ ৮৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের মধ্যে ৩৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও তিনজন ইউপি চেয়ারম্যানের নাম রয়েছে।

বিজ্ঞাপন
banner

নান্দাইল মডেল থানার সূত্রে জানা গেছে, গত ১৮ জুন মামলাটি রুজু করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত সাতজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাদী নান্দাইল মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আবদুল হামিদ মিয়া।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৭ জুন রাতে নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া ডিএস দাখিল মাদরাসায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে। বাকি অভিযুক্তরা পালিয়ে যান।

মামলায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান তিনজন হলেন- উপজেলার আচারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, শেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঁইয়া ও জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মণ্ডল।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222