মোসাদের আরেক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর ইরানের

by Nur Alam Khan

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

ইরানের বিচার বিভাগীয় সংবাদমাধ্যম মিজান এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন
banner

মিজান বলছে, ‘আজ (রোববার) সকালে ফৌজদারি কার্যবিধির সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করার পর এবং সুপ্রিম কোর্ট কর্তৃক তার সাজা নিশ্চিত হওয়ার পর মজিদ মোসায়েবিকে ফাঁসি দেওয়া হয়েছে। ’

মোসায়েবি ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদকে ‘সংবেদনশীল তথ্য’ সরবরাহ করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

ইসরাইলের সঙ্গে কয়েক দশক ধরে ছায়াযুদ্ধে জড়িয়ে পড়া ইরান মোসাদের সঙ্গে যোগসূত্রের অভিযোগে অসংখ্য ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে, বিশেষ করে যাদের বিরুদ্ধে তাদের পারমাণবিক কর্মসূচিকে দুর্বল করার লক্ষ্যে নাশকতা এবং হত্যা প্রচেষ্টার অভিযোগ রয়েছে।

সম্প্রতি যুদ্ধে জড়িয়েছে মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু ইরান ও ইসরাইল। শুক্রবার (১৩ জুন) ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। জবাবে তেলআবিবেও পালটা হামলা চালাচ্ছে তেহরান। সেদিন থেকেই দুদেশের মধ্যে পালটাপালটি হামলা অব্যাহত আছে। এতে উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন।

সূত্র: আল-জাজিরা

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222