দক্ষিণ ও মধ্য ইরানের দুই প্রদেশে ইসরায়েলি হামলা

by hsnalmahmud@gmail.com

ইরানের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ইসরায়েল সীমিত পরিসরে হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম। ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) অনুমোদিত ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, বুশেহর শহরের উপকণ্ঠে দুটি নির্দিষ্ট স্থানে হামলা চালানো হয়েছে।

এছাড়া আধা-সরকারি মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, মধ্য ইরানের ইয়াজদ প্রদেশেও ইসরায়েলি হামলার পর প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় করা হয়েছে। আল-গাদির বিপ্লবী গার্ড ইউনিটের বরাত দিয়ে বলা হয়, প্রদেশের দুটি সামরিক স্থাপনায় এই হামলা হয়েছে।

বিজ্ঞাপন
banner

উল্লেখযোগ্য যে, বুশেহর প্রদেশেই অবস্থিত ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা (IAEA) সম্প্রতি সতর্ক করেছে যে, বুশেহরের মতো স্থানে হামলা হলে তা বিপজ্জনক মাত্রায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে দিতে পারে।

ইসরায়েলি সেনাবাহিনী এখনো এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি, তবে ইরানি সংবাদমাধ্যমে এ ঘটনায় ব্যাপক আলোচনা চলছে। সূত্র: বিবিসি

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222