মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগ সভাপতি গ্রেপ্তার

by Nur Alam Khan

রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকা থেকে মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) ভোররাতে তাকে মিরপুরের দারুস সালাম থানার এসএ খালেক আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

বিজ্ঞাপন
banner

গ্রেপ্তার হওয়া বাবুল সরকার মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের বাসিন্দা। তিনি জেলা শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা নম্বর ২৬ (৯)২৪-এ এজাহারে ১১ নম্বর আসামি। মামলাটি গুরুতর অপরাধসংক্রান্ত এবং দীর্ঘদিন ধরে তদন্তাধীন।

তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মিরপুরের দারুস সালাম এলাকা থেকে গ্রেপ্তার করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি মামলার পলাতক আসামি বাবুল সরকার রাজধানীর মিরপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন। এরপর আমাদের একটি দল ভোররাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে আদালতের পাঠানো হয়েছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222