এক ইরানের কাছেই যুদ্ধে ব্যর্থ হলো যুক্তরাষ্ট্র-ইসরাইল

by Nur Alam Khan

তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা সহযোগী আব্বাস আসলানি বলেছেন, ইসরাইল গাজা ও লেবাননে যুদ্ধবিরতি চুক্তি রক্ষার ক্ষেত্রে ভালো রেকর্ড না রাখায় ইরান যুদ্ধবিরতির বিষয়ে সতর্কতা অবলম্বন করছে।

তিনি আল জাজিরাকে বলেন, এই কারণেই তেহরান সতর্ক এবং কর্মকর্তারা এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেননি। যদি সময়ের সঙ্গে সঙ্গে কোনো লঙ্ঘন না ঘটে, তাহলে আমার মনে হয় ইরান যুদ্ধবিরতি মেনে চলবে।

বিজ্ঞাপন
banner

আসলানি বলেন, এটি ছিল ইরান ও ইসরাইল এবং তাদের মিত্র যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধ। এই দুই মিত্র দেশ তাদের যুদ্ধলক্ষ্য নির্ধারণ করেছিল—ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং সেখানে ‘শাসনব্যবস্থার পরিবর্তন’ ঘটানো। কিন্তু তারা কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি।

তিনি বলেন, আমরা দেখেছি ইরানের কিছু পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে, কিন্তু ইরানের পারমাণবিক কর্মসূচি কেবল ওইসব স্থাপনা ও যন্ত্রপাতি পর্যন্ত সীমাবদ্ধ নয়। ইরান ইতোমধ্যেই তার পারমাণবিক উপকরণ নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে, আর তাদের জ্ঞান ও দক্ষতা অক্ষত রয়েছে।

তিনি আরো বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাও ধ্বংস করা যায়নি, কারণ ইরান একই দিনে ইসরাইলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আসলানি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘গঠনমূলক’ আলোচনা স্বল্পমেয়াদে সম্ভব নয়, কারণ যখন পারমাণবিক আলোচনা চলছিল, তখনই যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা চালিয়েছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222