বাংলাদেশে পাচারের জন্যই ভারতে ফেনসিডিল তৈরি হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

by Nur Alam Khan

বাংলাদেশে পাচার করার জন্যই ভারতে ফেনসিডিল তৈরি হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘ভারতে কিছু ছোট কটেজ ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। শুধু বাংলাদেশে পাচার করার জন্যই ভারতে ফেনসিডিল তৈরি হয়। যদিও তাদের জিজ্ঞেস করলে তারা অস্বীকার করে।’

বিজ্ঞাপন
banner

বুধবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মানোন্নয়নে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

সরকারের পক্ষ থেকে সব সময় দাবি করা হয় মাদকের বিস্তার কমে আসছে। এ বিষয়ে কোনো পরিসংখ্যান আছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি কিন্তু কোনো দিন এটা দাবি করিনি। দুটি জিনিস আমরা নিয়ন্ত্রণে আনতে পারিনি। একটি হলো মাদক, আরেকটি দুর্নীতি।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো, কিন্তু মাদক আমরা কমিয়ে এনেছি, এটা আমি কোনো দিন বলিনি। আপনাদের সাহায্য-সহযোগিতা দরকার, এটা কমিয়ে আনতে হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের পূর্বের আলোচিত মাদক চোরাকারবারি টেকনাফের আব্দুর রহমান বদি ওরফে ইয়াবা বদির মতো বর্তমানে অনেক বদি হয়ে গেছে। তাদের কীভাবে ধরা যায়, সে জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘মাদকাসক্তি নিরাময়ের খরচ অনেক বেশি। তাই নিরাময়কেন্দ্রে যেন না যেতে হয়, সেই চেষ্টা থাকতে হবে।’ নিরাময়কেন্দ্রগুলোকে যেন অন্য হাসপাতালে পরিণত করা যেতে পারে, সেই চেষ্টা চালিয়ে যেতে হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222