মাদরাসা ছাত্রীকে যৌনপল্লীতে বিক্রির মূল হোতা শুভজিত মণ্ডল গ্রেপ্তার

by Nur Alam Khan

নোয়াখালীর সদর উপজেলায় এক কিশোরী মাদরাসা ছাত্রীকে (১৭) প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ও যৌনপল্লীতে বিক্রির ঘটনায় প্রধান আসামি শুভজিত মণ্ডল (২০) কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলার শ্যামনগর গ্রামের মৌতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বদরতলা গ্রামের শংকর মণ্ডলের ছেলে।

বিজ্ঞাপন
banner

আজ বুধবার (২৫ জুন) দুপুরে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাব ১১-এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ভিকটিম নোয়াখালীর সদর উপজেলার বাসিন্দা এবং স্থানীয় একটি মাদরাসার দশম শ্রেণির ছাত্রী। ওই ছাত্রীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় অভিজিতের। এরপর অভিজিৎ তার ধর্মীয় পরিচয় গোপন রেখে টেলিগ্রামে কথাবার্তা বলে কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে গত ৭ মে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে বাড়ি থেকে ডেকে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় নিয়ে যান।

সেখানে একটি আবাসিক হোটেলে ওঠেন তারা। প্রেস ব্রিফিংয়ে আরো বলা হয়, হোটেলেই কিশোরীর গয়না ও টাকা কৌশলে হাতিয়ে নেন শুভজিৎ। একপর্যায়ে আবাসিক হোটেলে ওই কিশোরীকে ধর্ষণ করে। এরপর তাকে যৌনপল্লীর এক দালালের কাছে বিক্রি করে দেন তিনি।

ভুক্তভোগী কিশোরী সেখানে থাকা আরেক মেয়ের মোবাইল নম্বর থেকে বিষয়টি তার পরিবারকে জানালে পরিবারের সদস্যরা গত ১৫ জুন একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় ঢাকার যাত্রাবাড়ীর জুরাইন এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করেন।

র‍্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার আসামি।  মামলার অপর আসামি অপহরণ ও পাচারকারী গ্যাং সাব্বিরকে গ্রেপ্তারে কার্যক্রম চলমান রয়েছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222