না:গঞ্জের ৪ ছাত্রীকে মোহাম্মদপুরে নিয়ে ধর্ষণ, স্কুল শিক্ষক গ্রেপ্তার

by Nur Alam Khan

নারায়ণগঞ্জের ফতুল্লায় পর্যায়ক্রমে চারজন ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পাগলা উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক মিজানুর রহমান ওরফে মিজানকে (৪৫) রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ভুক্তভোগী তিন স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৪ জুন) তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
banner

গ্রেপ্তার মিজানুর রহমান মিজান বরিশাল জেলার আগৈলঝাড়ার মরহুম আবু তালেব শিকদারের ছেলে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, গ্রেপ্তার মিজানুর রহমান বিকৃত যৌন মানসিকতার। সে ঢাকার মোহাম্মদপুরে বসবাস করলেও ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

সে স্কুল বন্ধের সময়ে প্রতি শুক্রবার স্কুলে আর্ট ও কম্পিউটারের ক্লাস নেন। সে মিষ্টি ভাষায় নানা প্রলোভনের ফাঁদে ফেলে চলতি মাসের ৬ তারিখে শুক্রবার পাগলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর দুই ছাত্রী পরস্পর বান্ধবীদেরকে কৌশলে ঢাকার মোহাম্মদপুরস্থ সাদেক খান রোডের বাসায় নিয়া যায়।

সেখানে নিয়ে জোরপূর্বক দুই বান্ধবীকে গ্রেপ্তারের আগ পর্যন্ত একাধিকবার ধর্ষণ করেন। একই কায়দায় গত ১১ তারিখ শুক্রবার স্কুল থেকে কৌশলে প্রতারণার ফাঁদে ফেলে দশম শ্রেণীতে পড়ুয়া আরো এক ছাত্রীকে ঢাকা মোহাম্মদপুরস্থ ওই একই বাড়িতে নিয়ে যায় মিজান। সেখানে সে তাকেও জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।

সর্বশেষ ২৩ জুন একইভাবে দশম শ্রেণীর অপর এক ছাত্রীকে মোহাম্মদপুরে নিয়ে তাকেও ধর্ষণ করে। সর্বশেষ ঢাকার মোহাম্মদপুরে নিয়ে যাওয়া ভুক্তভোগী ওই ছাত্রী মিজানের বন্দীশালা থেকে কৌশলে পালিয়ে ২৪ জুন পাগলায় এসে পরিবারসহ আটক থাকা তার তিন বান্ধবীর পরিবারের সদস্যের বিস্তারিত জানায়।

পুলিশ বিষয়টি জেনে পালিয়ে আসা ওই স্কুল ছাত্রীকে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ভুক্তভোগী তিন স্কুলছাত্রী, বান্ধবীকে উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তার মিজানুর রহমান ওরফে মিজানের বিরুদ্ধে ঢাকার আরো একটি থানায় পর্ণগ্রাফি ও ধর্ষণ মামলা রয়েছে বলে তিনি জানান।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222