বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত, সম্পাদক ইনাম

by hsnalmahmud@gmail.com

প্রথম কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন রিফাত রশীদ, যিনি রাশিদুল ইসলাম রিফাত নামেও পরিচিত। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ ইনামুল হাসান।

বিজ্ঞাপন
banner

নতুন কেন্দ্রীয় কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন:

সাংগঠনিক সম্পাদক: মইনুল ইসলাম

মুখপাত্র: সিনথিয়া জাহিন আয়েশা

গত ২৩ জুন নির্বাচন কমিশন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন রিফাত রশীদ ও মো. জাকির হোসেন (মঞ্জু)। সাধারণ সম্পাদক পদের জন্য ছিলেন তিনজন প্রার্থী—হাসান ইনাম (জুলাই ম্যাসাকার আর্কাইভের প্রতিষ্ঠাতা), ইব্রাহীম নিরব, এবং ইব্রাহীম হোসেন মুন্না।

সাংগঠনিক সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন মইনুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন ও তাসনিম আহমাদ। মুখপাত্র পদের জন্য প্রার্থী ছিলেন সিনথিয়া জাহিন আয়েশা, নুপুর আক্তার নোভা ও মো. লিখন হোসেন।

নির্বাচনে অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে সংগঠনের নির্বাচন কমিশন।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222