রাষ্ট্রদ্রোহের মামলায় আউয়াল ও নূরুল হুদার ফের ১০ দিনের রিমান্ড আবেদন

by hsnalmahmud@gmail.com

রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এবং এ কে এম নূরুল হুদার বিরুদ্ধে ফের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শামসুজ্জোহা সরকার এই আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, এর আগে ২৩ জুন সাবেক সিইসি নূরুল হুদাকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেয় আদালত। পরে বুধবার রাজধানীর মগবাজার এলাকা থেকে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

বিজ্ঞাপন
banner

উল্লেখ্য, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতা এবং ভয়ভীতি দেখিয়ে ভোট ছাড়া নির্বাচন আয়োজনের অভিযোগে গত ২২ জুন বিএনপির পক্ষ থেকে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়। ২৫ জুন মামলায় রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ যুক্ত করা হয়।

মামলায় ২০১৪ সালের তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের নূরুল হুদা এবং ২০২৪ সালের হাবিবুল আউয়ালকে আসামি করা হয়েছে। এছাড়া সাবেক পাঁচ পুলিশ প্রধান—হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও আসামির তালিকায় রাখা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, তিনটি জাতীয় নির্বাচনে গায়েবি মামলা, গুম-খুন, গণগ্রেপ্তারসহ নানা নির্যাতনের মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের নির্বাচন প্রক্রিয়া থেকে সরিয়ে রাখা হয়। সংবিধান লঙ্ঘন, আচরণবিধি ভঙ্গ, এবং ভোট ছাড়াই ফল ঘোষণা করাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ তদন্তে উঠে আসবে বলে মামলায় দাবি করা হয়েছে। ভোটার, প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর অনেকেই এসব ঘটনার প্রত্যক্ষদর্শী ও সাক্ষী হবেন বলে উল্লেখ করা হয়েছে।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222