জুলাই যোদ্ধাদের মত শাপলার শহীদদের ভাতা দিতে হবে: বাংলাদেশ খেলাফত মজলিস

by Nur Alam Khan

মুসলিম ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। একই ইস্যুতে বিক্ষোভ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ ও বাঙালি-মুসলিম যুব সংঘ, পল্টন শাখা।

শুক্রবার (২৭ জুন) দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাদ জুমা বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

দলটির ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ। তিনি বলেন, ইসরাইল ইরানে আক্রমন করে বড় বড় কর্মকর্তাদের হত্যা করেছে। এর প্রতিবাদে ইরান যে আক্রমণ করেছে, তাতে ইসরাইলি বাহিনী লেজ গুটিয়ে পালিয়েছে। ইরানের পক্ষে প্রতিবাদকারীদের সাধুবাদ জানিয়ে তিনি বলেন, মুসলমানরা একযোগে আক্রমণ করে ইসরাইল রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে দিতে হবে।

এ সময় তিনি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জুলাই যোদ্ধাদের যেভাবে ভাতা নির্ধারণ করা হয়েছে একইভাবে ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের শহীদ এবং আহতদের অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে।

মাওলানা জালাল উদ্দিন আহমদ বলেন, আমরা মবজাস্টিসের পক্ষে নয়। তবে দেশে মবজাস্টিসের জন্য সরকার ও প্রশাসনিক দায়ী। কারণ আওয়ামী ফ্যাসিবাদীদের গ্রেপ্তারে সরকার ব্যর্থ হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করা হলে মবজাস্টিস তৈরি হতো না।

আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর ঐক্যের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সব ইসলামী দলকে ঐক্য করে নির্বাচনে অংশ নেবে।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য বাংলাদেশ থেকে মুজাহিদ কমিটি গঠন করতে হবে। এজন্য সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পল্টন মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222