সরকারের ভেতরে ফ্যাসিবাদের দোসরদের পোশাক বদলালেও চরিত্র বদলায়নি: রফিকুল ইসলাম খান

বৃহত্তর ঐক্য গড়তে ইসলামপন্থী দল ও পীর-মাশায়েখদের সাথে আলোচনা চলছে

by Nur Alam Khan

সরকারের ভেতরে ফ্যাসিবাদের দোসরদের পোশাক বদলালেও চরিত্র বদলায়নি: রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘বর্তমান সরকারের ভেতরে এমন কিছু চিহ্নিত ফ্যাসিবাদের দোসর রয়েছে, যারা সরকারের ঘাড়ে, আবার আরেকটি দলের ঘাড়ে চড়ে থেকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা পোশাক বদলালেও চরিত্র বদলায়নি।’

বিজ্ঞাপন
banner

শুক্রবার (২৭ জুন) গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার সাগর-সৈকত কনভেনশন সেন্টারে গাজীপুর জেলা জামায়াত আয়োজিত ২০২৫ সালের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। আগে স্থানীয় সরকার নির্বাচন, পরে জাতীয় নির্বাচন দিতে হবে। বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে দলীয় সরকারের অধীনে কোনো স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এটি গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারের জন্য এখন সময়ের দাবি।’

তিনি বলেন, ‘গণতন্ত্র হত্যা, ভোট ডাকাতি, গুম-খুন ও দুর্নীতির সাথে জড়িত এসব দুর্বৃত্তদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।’

তিনি আরো বলেন, ‘বিগত তিনটি ভুয়া নির্বাচন পরিচালনায় জড়িত মাঠ প্রশাসনের সব ব্যক্তিকে বিচারের মুখোমুখি করতে হবে। দেশের অর্থনীতি যারা ফোকলা করে দিয়েছে, লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের গ্রেপ্তার করে টাকা ফেরত আনতে হবে।’

জনগণের স্বপ্ন ও ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আজ অনেক সরকারি অফিস আদালত একদলীয় অফিসে রূপান্তরিত হয়েছে। জনগণ এ দেশের জন্য রক্ত দিয়েছে, চোখ দিয়েছে, জীবন দিয়েছে ভোটাধিকারের জন্য, ইনসাফের জন্য। সরকারি অফিসকে পার্টি অফিসে পরিণত করতে নয়।’

জামায়াতের এই নেতা বলেন, ‘এই বাংলাদেশ হতে হবে গণতন্ত্রের, মূল্যবোধের, ইনসাফের এবং আধুনিক মানবিক ইসলামী কল্যাণ রাষ্ট্রের। আমাদের লক্ষ্য একটি সন্ত্রাস, দখল, দুর্নীতি ও নৈরাজ্যমুক্ত বাংলাদেশ গড়া। সে লক্ষ্যে আমরা সব ইসলামপন্থী দল ও পীর-মাশায়েখদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। ইনশা-আল্লাহ শিগগিরই বৃহত্তর ইসলামী ঐক্য গঠিত হবে।’

সম্মেলনের সভাপতিত্ব করেন গাজীপুর জেলা জামায়াতের আমির ড. মো: জাহাঙ্গীর আলম। শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাওলানা জাকারিয়া হোসেন বিন কবির। উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা আমির নিজেই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মাওলানা সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মাওলানা খলিলুর রহমান মাদানী প্রমুখ।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222