ইসলামী আন্দোলনের সমাবেশস্থল থেকে দেশীয় অস্ত্রসহ আটক ৫

by Nur Alam Khan

সোহরাওয়ার্দী উদ্যানে চলমান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ চলাকালীন সমাবেশের মূল স্টেজের পিছন থেকে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করে শাহবাগ থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে নেতাকর্মীরা। বর্তমান তারা শাহবাগ থানা হাজতে রয়েছেন।

আটককৃতরা হলেন, পাবনার মো. এনামুল (৪০), ময়মনসিংহের মিজানুর রহমান (৪০), সোহরাওয়ার্দীর (ভাসমান) আলম (৩৫), বরগুনার মো. মনিরুজ্জামান (৪০) এবং নারায়ণগঞ্জের মো. মামুন (২৮)।

বিজ্ঞাপন
banner

শনিবার (২৮ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222