লিবিয়ায় কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে না পারার বিষয়ে তদন্ত কমিটি গঠন

by Nur Alam Khan

লিবিয়ান আন্তর্জাতিক কুরআন মুখস্থ প্রতিযোগিতায় প্রতিযোগী অংশগ্রহণ না করার বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা হতে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

শনিবার (২৮ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটির অন্য দুই সদস্য হলেন উন্নয়ন অধিশাখার যুগ্মসচিব মো. সাজজাদুল হাসান ও প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল মোমিন।

এ কমিটিকে ১১তম লিবিয়ান আন্তর্জাতিক কুরআন মুখস্থ প্রতিযোগিতায় প্রতিযোগী অংশগ্রহণ না করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় হতে পত্র প্রাপ্তির তারিখ এবং উহা নিষ্পত্তিতে বিলম্বের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীর দায়দায়িত্ব নির্ধারণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, কমিটিকে সুপারিশসহ আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে কমিটিতে সদস্য কো-অপ্ট করার সুযোগ রয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, এ প্রতিযোগিতার বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৪ মে ধর্ম বিষয়ক উপদেষ্টার একান্ত সচিব বরাবর একটি পত্র প্রেরণ করা হয়। বিষয়টি অবগতির জন্য ধর্ম সচিবকে এ পত্রের অনুলিপি দেওয়া হয়।

এ অনুলিপির কপিটি ৬ মে সচিবের দপ্তরে ২৪৫ নম্বর ক্রমিকে ডায়েরিভুক্ত হয় এবং একই তারিখে সচিব এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ের সংস্থা ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব বরাবর প্রেরণ করেন। এ পত্রটি ৬ মে সংস্থা ও আইন অনুবিভাগে ডায়েরিভুক্ত হয়। এ পত্রটি সংস্থা ও আইন অনুবিভাগ হতে নিষ্পত্তি করা হয় এবং ১৫ মে এ অনুবিভাগ হতে ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বরাবর ই-নথিতে পত্র প্রেরণ করা হয়।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222