রাজধানীর মগবাজারে একটি ‘হোটেলের খাবার খাওয়ার পর অসুস্থ’ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক প্রবাসী, তার স্ত্রী এবং তাদের সন্তানের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ জুন) সকালের দিকে এই অসুস্থ হওয়ার ঘটনা ঘটে। পরে অসুস্থ অবস্থায় তাদেরকে আদ দ্বীন হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন, সৌদি প্রবাসী মনির হোসেন (৪৮), তার স্ত্রী নাসরিন আক্তার স্বপ্না (৩৮) এবং তাদের ছেলে নাঈম হোসেন (১৮)। তারা লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের বাসিন্দা।
মনির হোসেনের চাচা জাকির হোসেন জানান, আমার ভাতিজা সৌদি প্রবাসী ছিলেন। ছেলে অসুস্থ থাকায় মগবাজারে ‘সুইট স্লিপ’ নামে একটি আবাসিক হোটেলে পরিবারের সবাই ওঠে। এরপর মগবাজারের ‘ভর্তা-ভাত’ নামে একটি হোটেলের খাবার খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় আদ দ্বীন হাসপাতালে নিয়ে গেলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে সবার মৃত্যু হয়।’
রমনা থানার ওসি মো. গোলাম ফারুক বলেন, ‘আমরা জানতে পারি মগবাজারে ‘ভর্তা-ভাত’ নামে একটি হোটেলে খাওয়ার পর থেকে সবার বমি শুরু হয়।
এরপর তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় আদ দ্বীন হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তাদের তিনজনের মৃত্যু হয় বলে জানতে পারি।’
তিনি আরো বলেন, ‘হোটেল থেকে একটি পার্সেল ব্যাগ ও বমির ওষুধসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজও বিশ্লেষণ করছি। লাশ তিনটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
এআইএল/