আসন্ন পবিত্র আশুরা ২০২৫ উপলক্ষে চট্টগ্রাম নগরে আয়োজিত তাজিয়া মিছিল শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে একাধিক নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মিছিল যেন শুধু দিনের বেলায় হয়, রাতে কোনো ধরনের মিছিল বা শোকানুষ্ঠান না হয়-এমন সিদ্ধান্তসহ মোট সাতটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে।
সোমবার (৩০ জুন) নগরীর লালখানবাজারস্থ আঞ্চলিক পুলিশ লাইন্সের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির। এতে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সরকারি দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সিএমপির পক্ষ থেকে জানানো হয়, আশুরা উপলক্ষে চট্টগ্রাম শহরের সাতটি এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। এসব মিছিলে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য সিএমপি বিশেষ নজরদারি ও কড়াকড়ি আরোপ করেছে। নির্দেশনা অনুযায়ী, মিছিলে কোনো অস্ত্র, লাঠি বা বিপজ্জনক বস্তু বহন করা যাবে না। একইসঙ্গে আতশবাজি বা পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
মিছিলে অংশগ্রহণকারীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে সিএমপি আরও জানিয়েছে, উচ্ছৃঙ্খল আচরণ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। যানজট এড়াতে ট্রাফিক নিয়ন্ত্রণ ও বিকল্প রুট ব্যবস্থার পাশাপাশি মিছিলের রুটে অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে। নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও অস্থায়ী নজরদারি ইউনিটও গঠন করা হবে।
সভায় আরও বলা হয়, মিছিল ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবক দল কাজ করবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়ানো থেকে বিরত থাকতে সবাইকে সতর্ক করা হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগের অনুরোধ জানানো হয়।
এআইএল/