আওয়ামী এমপির শ্যালক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

by Nur Alam Khan

পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম হাফিজ রঞ্জুকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) দিবাগত রাত তিনটার দিকে পৌরসভার পাটুলীপাড়া এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন
banner

রঞ্জু পাবনা-৩ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মকবুল হোসেনের শ্যালক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতার রঞ্জুর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, আওয়ামী লীগ নেতা রঞ্জু এমপির শ্যালক হওয়ার সুবাদে এলাকায় দাপটের সঙ্গে চলতেন। তার বিরুদ্ধে এলাকার পরিবহন সেক্টরে চাঁদাবাজিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

সহকারী পুলিশ সুপার জানান, উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় তাকে আটক দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাকে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222