প্রকাশ্য স্থানে হিজাব-নিকাব নিষিদ্ধ আইন পাশ কাজাখস্তানে

by Nur Alam Khan

কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ সোমবার (৩০ জুন) একটি নতুন আইন স্বাক্ষর করেছেন। এ আইনে প্রকাশ্য স্থানে হিজাব-নিকাব পরা নিষিদ্ধ করা হয়েছে।

নতুন এ আইনে বলা হয়েছে, এমন কোনো পোশাক যা ‘মুখ শনাক্তকরণে বাধা সৃষ্টি করে’ তা পরা যাবে না। তবে চিকিৎসাজনিত প্রয়োজন, খারাপ আবহাওয়া কিংবা ক্রীড়া বা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হয়েছে।

বিজ্ঞাপন
banner

যদিও এই আইনে সরাসরি ধর্মীয় পোশাক বা ইসলামিক পোশাকের নাম উল্লেখ করা হয়নি, তবুও দেশের অধিকাংশ নাগরিক এটিকে নিকাব বা বোরকার মতো ইসলামিক মুখ ঢাকা পোশাকের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে দেখছেন।

প্রেসিডেন্ট তোকায়েভ এর আগেও বলেছেন, ‘মুখ ঢেকে রাখার মতো কালো পোশাকের বদলে আমাদের জাতীয় ঐতিহ্য অনুযায়ী পোশাক পরা ভালো। জাতীয় পোশাক আমাদের জাতিগত পরিচয় তুলে ধরে, তাই সেগুলোর প্রচার-প্রসার প্রয়োজন।’

কাজাখস্তান একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও সে দেশের সরকার নিজেকে ধর্মনিরপেক্ষ হিসেবে উপস্থাপন করে থাকে। এর আগেও মধ্য এশিয়ার দেশগুলো—উজবেকিস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান—একইভাবে মুখ ঢাকার পোশাকে নিষেধাজ্ঞা জারি করেছে।

এ আইনের পাশাপাশি আরও কিছু সামাজিক সংস্কারমূলক আইনও একই দিনে পাস হয়েছে।

সূত্র: রয়টার্স

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222