রুয়েট শিক্ষার্থীদের তিন দফা দাবিতে সড়ক অবরোধ

by Nur Alam Khan

তিন দফা দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় শুরু হয়ে এ অবরোধ চলে দুপুর ১টা পর্যন্ত।

বিজ্ঞাপন
banner

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, প্রকৌশল পেশায় মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করাই তাদের মূল দাবি। ‘একবার তো দিলাম প্রাণ, আবার কেন কোটা চান?’—এই স্লোগানটি এখন রুয়েট শিক্ষার্থীদের হৃদয় থেকে উঠে আসা প্রতিবাদের প্রতীক।

রুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ. এম. রাসেলসহ বেশ কয়েকজন শিক্ষক বৃষ্টিকে উপেক্ষা করে কর্মসূচিতে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

অধ্যাপক রবিউল ইসলাম বলেন, বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবি অত্যন্ত যৌক্তিক। আমরা চাই নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন নিশ্চিত হোক।

অধ্যাপক রাসেল বলেন, যথাযথ মেধার মূল্যায়ন হলে দেশ আরও দক্ষ প্রকৌশলী পাবে। শিক্ষার্থীদের এ দাবি জাতির উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222