আমিরুল ইসলাম লুকমান >>
জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সিসকা আলবেনিজ গাজা উপত্যকার পরিস্থিতিকে ‘কেয়ামতের মতো ভয়াবহ’ বলে মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) ডেইলি জং সূত্রে জানা যায়, আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ফিলিস্তিন বিষয়ে দেওয়া ভাষণে ফ্রান্সিসকা আলবেনিজ বলেছেন, ‘ইসরায়েল আধুনিক ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর গণহত্যার জন্য দায়ী।’
তিনি বলেন, ‘গাজায় মানবিক সহায়তার নামে এক মৃত্যু-কুঠুরি গড়ে তোলা হয়েছে, যা মানুষকে হত্যা অথবা গৃহহীন করার জন্য তৈরি করা হয়েছে।’
ফ্রান্সিসকা আলবেনিজ আরও বলেন, ‘সকল দেশকে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি করতে হবে।’
তিনি আহবান জানিয়ে আরও বলেছেন, ‘অন্য রাষ্ট্রগুলো যেন ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক চুক্তি ও বিনিয়োগ কার্যক্রম স্থগিত করে।’
সূত্র: ডেইলি জং।
এআইএল/