ভাইয়ের লাশ আনতে গিয়ে লাশ হলেন আরও ২ সহোদর

by Nur Alam Khan

ভাইয়ের লাশ আনতে গিয়ে লাশ হলেন আরও দুই সহোদর। নিহতরা হলেন রুবেলের বড় ভাই মুহাম্মদ বাবুল ও মামাতো ভাই ওসমান গণি। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাদের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দীর্ঘ ৩৫৩ দিন পর বাড়ি ফেরা হলো না সৌদি আরব প্রবাসী মুহাম্মদ রুবেলের (২৫) লাশ। এরই মধ্যে গতকাল শনিবার(৫ জুলাই) হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে আসার সময় কুমিল্লার সড়কেই ঝরল নিহতের আরও দুই ভাইয়ের প্রাণ।

বিজ্ঞাপন
banner

নিহত বাবুল ভূজপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হরিণা গ্রামের তালুকদার পাড়ার জনৈক ফুল মিয়ার ছেলে এবং ওসমান গণি একই এলাকার জয়নাল আবেদিনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ফারুক ইসলাম। শনিবার রাত সাড়ে ৯টার দিকে মুঠোফোনে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

উল্লেখ্য, গত বছরের ২৬ মে রুবেল সৌদি আরব পাড়ি জমান। প্রবাসে যাওয়ার ৫০ দিন পর কাজ শেষ করে রাতে বাসায় এলে কথার একপর্যায়ে রুবেলকে বেলচা দিয়ে মেরে রক্তাক্ত করে বাসার বাইরে ফেলে দেন আরবাব (কফিলের লোক)। চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ১৭ জুলাই রুবেলের মৃত্যু হয়। অবশেষে দীর্ঘ এক বছরের আইনি জটিলতা শেষে শনিবার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে রুবেলের লাশ নিয়ে বাড়িতে আনতে যান ওই নিহত দুইজন।

এনআর/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222