আওয়ামী আইনমন্ত্রী আনিসুল আরও দুই দিনের রিমান্ডে

by Nur Alam Khan

বনানী থানায় অস্ত্র মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (৭ জুলাই) সকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত এই আদেশ দেন।

বিজ্ঞাপন
banner

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক মো. ইয়াদুল হক আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

১৮ জুন রাজধানীর শাহবাগ ও পল্টন মডেল থানার দায়ের করা দুটি পৃথক মামলায় আনিসুল হককে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

এর আগে, গত ২৮ এপ্রিল একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের আদালতে হাজিরের পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিলঘুষি মারা হয়। রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের করার সময় কয়েকজন তাকে বেধড়ক কিলঘুষি মারেন।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222