আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে এখন পর্যন্ত নিখোঁজ ১৬১

by amirulislamluqman20@gmail.com

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যার ৪দিন পার হলেও এক কাউন্টিতে এখনও কমপক্ষে ১৬১ জন নিখোঁজ আছে বলে জানিয়েছে বিবিসি।

ওই কাউন্টির কর্তৃপক্ষ গভর্নর গ্রেগ অ্যাবোটের বরাত দিয়ে বিবিসি জানায়, এদের জীবিত পাওয়ার আশা শেষ হয়ে আসছে।

বিজ্ঞাপন
banner

আকস্মিক বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত কের কাউন্টির এই নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ক্যাম্প মিস্টিক ৫ ক্যাম্পার (যারা ক্যাম্পে অবস্থান করছিলেন) ও একজন কাউন্সিলরও আছেন। এই ক্যাম্পটি মেয়েদের একটি ক্রিশ্চিয়ান সামার ক্যাম্প। এটি গুয়াডালুপে নদীর তীরে অবস্থিত।

বন্যায় এখন পর্যন্ত ১০৯ জন মারা গেছে। এর মধ্যে ৯৪জনই কেরভিল এলাকার বলে গভর্নর এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন। তবে শুধু টেক্সাসই নয়, বরং নিউ মেক্সিকোতেও আকস্মিক বন্যা হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।

টেক্সাসে এখনও ব্যাপক উদ্ধার তৎপরতা চলছে। গ্রেগ অ্যাবোট জানিয়েছেন প্রতিটি নিখোঁজ ব্যক্তির সন্ধান না পাওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে।

কেরভিলেতে তল্লাশি কার্যক্রমের বিভিন্ন সংস্থার অন্তত আড়াইশ কর্মী কাজ করছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222