চীনের সঙ্গে প্রায় দুই হাজার বছরের সম্পর্কের কথা তুলে ধরে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোকে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে, ট্রাম্পের নেতৃত্বাধীন আমেরিকার বাণিজ্যিক চাপের সামনে আত্মসমর্পণ করা উচিত নয়।
মালয় মেইল জানিয়েছে, ব্লুমবার্গকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে সদ্য ১০০ বছরে পা রাখা এই প্রবীণ নেতা বলেন, ‘চীন আমাদের দীর্ঘদিনের প্রতিবেশী। তারা আক্রমণ করতে পারে, কিন্তু ইউরোপীয়দের মতো উপনিবেশ স্থাপন করে না।’
মাহাথির স্মরণ করিয়ে দেন, ‘১৫০৯ সালে পর্তুগিজরা যখন মালয়েশিয়ায় আসে, মাত্র দুই বছরের মধ্যে তারা আমাদের দখল করে নেয়। কিন্তু চীনের এমন অভিপ্রায় কখনো দেখা যায়নি।’
তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরক্ষাবাদী বাণিজ্য নীতিকে ‘ভুল’ আখ্যা দিয়ে বলেন, ‘এই কৌশল আমেরিকারই বেশি ক্ষতি করবে। বিদেশে চলে যাওয়া আমেরিকান শিল্প প্রতিষ্ঠানগুলো স্বল্প সময়ে দেশে ফিরবে না, ফলে আমদানি চলবে এবং জনগণকেই উচ্চ শুল্কের মূল্য দিতে হবে।’
ট্রাম্পের নীতির বিপরীতে মাহাথির পরামর্শ দেন, ‘বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য বাড়ানোই এখন শ্রেয়। চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করে আমরা যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধের নেতিবাচক প্রভাব কমিয়ে আনতে পারি।’
চীনের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠলে মাহাথির বলেন, ‘আমরা তাদের সঙ্গে যুগের পর যুগ ধরে সহাবস্থান করছি। আমাদের বাস্তববাদী হতে হবে।’
মাহাথিরের এমন সময় এ কথা বললেন যখন সামনের অক্টোবরের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসিয়ান সম্মেলনে আসার কথা বলেছেন মার্কো রুবিও। শতবর্ষী মাহাথিরের এই মন্তব্য চীন-মালয়েশিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে, একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে কুয়ালালামপুরের ভবিষ্যৎ সম্পর্কেও নতুন প্রশ্ন তুলছে।
এআইএল/