স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত ভূমিকা পালন করছে না। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
শনিবার (১২ জুলাই) সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শন শেষ তিনি এসব কথা জানান। তিনি বলেন, বিচার প্রক্রিয়া ধীরগতির দায় আইনশৃঙ্খলা বাহিনীর না।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা খুব অসহিষ্ণু হয়ে গেছি। এটা কমানো দরকার। এ বিষয়ে নীতি-নির্ধারক থেকে শুরু করে বাবা-মা, শিক্ষক, ডাক্তারসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে।
সবাইকে অনুরোধ তিনি বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। কোনো ঘটনা ঘটলে সেটা যেন আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জানানো হয়। আইন-শৃঙ্খলা বাহিনী সেটার যথাযথ ব্যবস্থা নেবে।
এআইএল/