কালীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী যুবলীগকর্মী ঘ্যানা অস্ত্রসহ গ্রেপ্তার

by amirulislamluqman20@gmail.com

ঝিনাইদহের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবলীগকর্মী শীর্ষ সন্ত্রাসী বাবলুর রহমান ওরফে ঘ্যানাকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১১ জুলাই) রাত ৮টার দিকে লে. কর্নেল মাকসুদুল আলম পিএসসির নেতৃত্বে সেনাবাহিনী, র‍্যাব এবং কালীগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার দুধরাজপুর গ্রাম থেকে একটি বিদেশি পিস্তলসহ ঘ্যানাকে গ্রেপ্তার করা হয়। তিনি গোপালপুর গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে।

বিজ্ঞাপন
banner

বিগত আওয়ামী লীগ সরকারের সময় ঘ্যানা ওই দলের ক্যাডার হিসাবে এলাকায় সাধারণ মানুষের প্রতি অন্যায়, অত্যাচার ও নিপীড়ন করেছে।

গত বছর ৫ আগস্টের পর নিজের অবস্থান পরিবর্তন করে বিএনপিতে আসার চেষ্টা করতে থাকে। এই শীর্ষ সন্ত্রাসী উপজেলার পূর্ব অঞ্চলের আতঙ্ক ছিল। ঘ্যানা অসংখ্য খুন, মারামারি, চাঁদাবাজি ও লুটপাটের সাথে জড়িত। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

সর্বশেষ ১ জুন জামাল ইউনিয়নে বিএনপি কর্মী আপন দু’ভাই ইউনুস আলী ও মহব্বত আলী হত্যার এজাহারভুক্ত আসামি হওয়ায় পালিয়ে ছিল।

এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে ৪ টি মামলা আছে। শুক্রবার রাতে সে বিদেশি একটি পিস্তল ও ম্যাগাজিনসহ যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222