জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মেট্রোরেলের পিলারগুলোতে আঁকা হচ্ছে বিশেষ চিত্র। যেখানে ফুটে উঠেছে শেখ হাসিনার দেড় দশকের অন্যায়, বর্বরতা ও বিতর্কিত সব ঘটনার প্রতিচ্ছবি। যার শিরোনাম ‘ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম’। এর মূল উদ্যোক্তা ঢাকা উত্তর সিটি করপোরেশন।
সংশ্লিষ্টরা জানান, প্রথম ধাপে রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত প্রতিটি পিলারেই আঁকার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। দ্বিতীয় ধাপে বিজয় সরণি থেকে চলবে আগারগাঁও স্টেশন পর্যন্ত। আগামী ৫ আগস্টের মধ্যে শেষ করতে টানা কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা।
এতে ২০০৯ থেকে ২৪ সাল পর্যন্ত সমালোচিত ইস্যুগুলো তুলে ধরা হয়েছে শিল্পকর্মের মাধ্যমে। অবশ্য ধারাবাহিকভাবে শাহবাগ থেকে মিরপুর-১০ পর্যন্ত হবে হবে এই গ্রাফিতি।
একটি পিলারের এক পাশে সাল ও শিরোনাম এবং বাকি তিন পাশে রয়েছে এক বছরের সমালোচিত তিনটি ঘটনার খণ্ডচিত্র।
নানা রঙের সংমিশ্রণে দৃষ্টিনন্দন এ চিত্রশৈলীতে উঠে এসেছে পিলখানা ট্র্যাজেডি, খালেদা জিয়ার কারাবরণ, সীমান্তের কাঁটাতারে ফেলানীর মরদেহ, শাপলা চত্বরে গণহত্যা, রাতের ভোট, তত্ত্বাবধায়ক সরকার বাতিল, সাগর-রুনি হত্যাকাণ্ড, রানা প্লাজা ধস, বিরোধী নেতাদের নির্বিচারে গ্রেফতার, কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনে হামলা, পুলিশি দমন-পীড়ন, তনু ধর্ষণ, প্রশ্নপত্র ফাঁস, পুরান ঢাকায় বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা, ক্যাঙারু কোর্ট, নিমতলিতে অগ্নিকাণ্ড, করোনার ভুয়া টেস্ট এবং ২৪-এর গণঅভ্যুত্থানের চিত্র।
মেট্রোরেলের পিলারে আঁকা চিত্রে শুধু বিগত দেড় দশকের অন্যায়ের প্রতিচিত্র তুলে ধরা হচ্ছে। আর এ বছরের মধ্যে শাহবাগ থেকে কারওয়ান বাজার ও আগারগাঁও থেকে মিরপুর-১০ পর্যন্ত পিলারগুলোতে থাকবে ৩৬ জুলাই আন্দোলনের প্রতিচ্ছবি।
এআইএল/