সেনা কর্মকর্তাদের বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরো ২ মাস

by Nur Alam Khan

সশস্ত্র বাহিনীতে কর্মরত ক্যাপ্টেন ও সমমর্যাদার কমিশন্ড অফিসারদের বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরো ৬০ দিনের জন্য বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। কোস্টগার্ড ও বিজিবিতে যে সমমর্যাদার কর্মকর্তারা দায়িত্বরত রয়েছেন, তাদের ক্ষেত্রেও এই সুবিধা কার্যকর হবে।

আজ রোববার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। ১৪ জুলাই থেকে ৬০ দিনের জন্য এই আদেশ দেয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

গত বছর অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সহায়তা করতে সেনাবাহিনীর কর্মকর্তাদের ৬০ দিনের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছিল। পরে ১৫ নভেম্বর সেই ক্ষমতা আবার ৬০ দিনের জন্য বাড়ানো হয়। এই প্রজ্ঞাপনে কোস্টগার্ড ও বিজিবিতে কর্মরত সামরিক কর্মকর্তাদেরও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়।

এরপর থেকে কয়েক ধাপে দুই মাস করে এই ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে পুলিশ ও অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন রয়েছে।

এনআর/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222