33
চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া সংসদীয় আসনের সাবেক সদস্য আবু রেজা নদভীর এপিএস রাসেল উদ্দিনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
গতকাল শনিবার (১২ জুলাই) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রাসেল সাতকানিয়া ইছামতিরকুলের আব্দুল মজিদের ছেলে। তিনি যুবলীগের সাতকানিয়া সহসভাপতি এবং পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন, ‘রাসেলকে কোতোয়ালি থানার রাইফেলস ক্লাবের সামনে থেকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে একাধিক মামলা রয়েছে।’
এআইএল/