ধর্মের নামে আরেক ফ্যাসিস্ট যেন দরজায় কড়া না নাড়ে: রিজভী

by Nur Alam Khan

এক ফ্যাসিস্টকে দমন করতে গিয়ে ধর্মের নামে আরেক ফ্যাসিস্ট যেন দরজায় কড়া না নাড়ে তা নিশ্চিত করতে হবে। দেশের জনগণ এটা মেনে নেবে না বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ঢাকার ধামরাইয়ের শরীফবাগ এলাকায় ধামরাই উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন
banner

রিজভী বলেন, যারা ডাকাতি, চাঁদাবাজি, রাহাজানি বা মব কালচারের সঙ্গে জড়িত, তারা বিএনপির সদস্য হতে পারবে না। স্থানীয় নেতারা এ বিষয়ে সতর্ক থাকবেন।

তিনি বলেন, সংখ্যায় অল্প কিছু দখলবাজ, চাঁদাবাজ ও দুর্বৃত্ত পুরো সমাজকে নষ্ট করে ফেলেছে। তাদের আধিপত্য রুখে দিতে হবে।

সমাবেশে ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশরাফ, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, বিএনপির নতুন সদস্য সংগ্রহ-নবায়ন কর্মসূচি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার ও অশালীন মন্তব্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

এনআর/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222