ভারতে পালানোর সময় বেনাপোল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

by amirulislamluqman20@gmail.com

ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আব্দুস সামাদ আজাদকে বেনাপোল সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে যশোরের বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশনের সময় তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে।

বিজ্ঞাপন
banner

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ভারতে যাওয়ার উদ্দেশ্যে আব্দুস সামাদ আজাদ পাসপোর্ট জমা দিলে তার নামে ‘স্টপ লিস্ট’ এর তথ্য আসে অনলাইনে। এরপর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে ৬টি মামলা থাকার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। ফলে তাকে সঙ্গে সঙ্গে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি ইলিয়াস হোসেন মুন্সি জানান, আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল যে, ছাত্রলীগের এক নেতা বিদেশ পালানোর চেষ্টা করতে পারেন। সেই অনুযায়ী ইমিগ্রেশনের কর্মকর্তারা সতর্ক ছিলেন। তিনি জানান, স্টপ লিস্টে নাম থাকায় তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তার আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222