সহিংসতার দায়ে ইমরান খানের দলের বহু নেতাকর্মীর কারাদণ্ড

by amirulislamluqman20@gmail.com

ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির অনেক নেতাকর্মীকে সহিংসতার দায়ে দোষী সাব্যস্ত করেছে পাকিস্তানের সন্ত্রাস বিরোধী দু’টি আদালত। তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২৩ সালের ৯ মে দাঙ্গায় মদদ ও সহায়তা দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হন তারা।

মঙ্গলবার (২২ জুলাই) এ খবর দিয়েছে জিও নিউজ।

বিজ্ঞাপন
banner

এসব নেতাকর্মীর মধ্যে রয়েছেন ডক্টর ইয়াসমিন রশিদ, মিয়া মাহমুদুর রশিদ, ওমর সরফরাজ চিমা, ইজাজ চৌধুরী এবং মালিক আহমেদ খানসহ আরো অনেকে। তবে খালাস পেয়েছেন পিটিআই ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি।

২০২৩ সালের ৯ মে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান গ্রেপ্তার হওয়ার পর পাকিস্তানের বিভিন্ন স্থানে সামরিক স্থাপনায় হামলা চালায় দলটির নেতাকর্মীরা।

এরপর দেশটির সন্ত্রাসবিরোধী আইনে হাজার হাজার পিটিআই নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ মামলার এটাই প্রথম রায়। সবশেষ এ রায় ইমরান খানের পিটিআই পার্টির জন্য আরো একটি বড় ধাক্কা।

সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই এই রায় দেওয়া হলো। এর আগে গত ৮ এপ্রিল সন্ত্রাসীবিরোধী আদালতকে আগস্টের মধ্যে মামলা শেষ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

এক সংবাদ সম্মেলনে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান দলের সদস্যদের বিরুদ্ধে এ রায়ের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, আইনি বাধ্যবাধকতা পূরণ না করেই সাজা দেওয়া হয়েছে এবং এর মধ্যে দিয়ে বিচার বিভাগ ব্যর্থ হয়েছে।

এদিকে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করার ঘোষণা দিয়েছে পিটিআই।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222