সিদ্ধিরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসের খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

by hsnalmahmud@gmail.com

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে শুক্রবার আসরের নামাজের পর স্থানীয় একটি মসজিদে আয়োজিত হয় খতমে কুরআন ও দোয়া মাহফিল। সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় এই আয়োজন করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের থানা শাখার নেতৃবৃন্দ, স্থানীয় ওলামায়ে কেরাম, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিরা। সম্পূর্ণ কুরআন খতমের পর দেশ, জাতি ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মহান আল্লাহর দরবারে রহমত, মাগফিরাত ও সাহায্য কামনা করা হয়।

বিজ্ঞাপন
banner

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘এ ধরনের দুর্ঘটনা আমাদের হৃদয়কে গভীরভাবে ব্যথিত করে। আমরা নিহতদের জন্য দোয়া অব্যাহত রাখব এবং আহতদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত থাকব।’

খেলাফত ছাত্র মজলিস সিদ্ধিরগঞ্জ থানার নেতৃবৃন্দ এ সময় ভবিষ্যতেও মানবিক ও দ্বীনি কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222